¡Sorpréndeme!

আলেমদের পিটিয়ে মারা তাবলিগের কাজ না : আল্লামা শফী | jagonews24.com

2021-06-15 1 Dailymotion

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, আমরা কোনোদিন বাতিলের সঙ্গে মিলব না। আলেমদের পিটিয়ে মারা তাবলিগ জামাতের কাজ না, যারা মারে তারা তাবলিগ জামাতের কিছু হতে পারে না। ইসলাম শান্তির ধর্ম। আমরা দেওবন্দি, দেওবন্দি, দেওবন্দি।

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সোনারং-টঙ্গীবাড়ী মডেল স্কুল মাঠে শুক্রবার ‘ইসলামী তৌহিদী জনতা’ এর ব্যানারে আয়োজিত ইসলামি মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিস্তারিত পড়তে - https://www.jagonews24.com/country/news/516354